সারাদেশ

অবৈধ অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য আটক

মেহেরপুরের মুজিবনগর থেকে একটি দেশীয় একনলা সুটারগান উদ্ধারসহ এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার সময় মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে অস্ত্রটি উদ্ধারে অভিযান চলায় যৌথবাহিনী। মুজিবনগর থানা পুলিশ এ অভিযানে সহযোগিতা করে।

আটক সাবেক ইউপি সদস্যের নাম মিজানুর রহমান মিজার। তিনি মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের ফজুল হকের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান।

মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, আটক মিজানুর রহমান মিজারের বাড়িতে অস্ত্র আছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে তার বাড়িতে পুলিশের সহযোগিতায় যৌথবাহিনীর একটি টিম অভিযান পরিচালনা করে। জিজ্ঞাসাবাদে মিজার তার বাড়িতে অস্ত্র আছে বলে স্বীকারোক্তি দেয়। তার স্বীকারোক্তি অনুযায়ী একটি গোয়াল ঘরের পাশে গর্ত খুঁড়ে মাটির নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। মিজারকে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply