ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় মাকে তালাক দেওয়ার জেরে বাবাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। সোমবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলী উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আসাদুল ইসলাম (৪৫) পেশায় একজন ট্রাক ড্রাইভার ছিলেন।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামদ রুকনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের ভাতিজি সানজিদা খাতুন বলেন, আসাদুল চাচা পারিবারিক বিরোধে তার স্ত্রী নাজমা খাতুনকে তিন মাস আগে মৌখিক তালাক দেন। এই নিয়ে তিন ছেলের সঙ্গে আসাদুলের সঙ্গে বিরোধ চলে আসছিল। গতকাল রাত সাড়ে ৮টার দিকে বাড়ী সংলগ্ন মিলের বাজার থেকে বাড়ীতে আসছিলেন আসাদুল ইসলাম। ওই সময় পথিমধ্যে তার দুই ছেলেসহ ৮- ১০ জন মিলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
ওসি মোহামদ রুকনুজ্জামান বলেন, মরদেহ এখনো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। আমার অফিসাররা ঘটনাস্থলে আছেন। আসামিদের দ্রুত গ্রেপ্তার করেতে অভিযান পরিচালনা করা হবে।