সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় একটি বসতবাড়ি থেকে ৪৫টি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খ্যাগড়াঘাট এলাকার মহিউদ্দীনের বসতবাড়ি থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
বাড়ির মালিক মহিউদ্দীনের ভাতিজা জান্নাতুল নাঈম বলেন, চাচার বাড়ির সামনে সীমানা প্রাচীরটি বেশ পুরাতন হওয়ায় তা ভেঙে নতুন করার সিদ্ধান্ত নেওয়া হয়। বাড়িতে সাপ রয়েছে ধারণা ছিল, কিন্তু এতগুলো সাপ রয়েছে ধারণা ছিল না। সকালে বাড়ির পুরানো প্রাচীর ভাঙতে গিয়ে প্রথমে একটি বাচ্চা সাপ দেখা যায়। প্রথমে সেটি মেরে ফেলে হয়। এরপর সাপের ডিম দেখা যায় অনেকগুলো। পরবর্তীতে সাপুড়েকে খবর দেওয়া হয়।
তিনি আরও বলেন, সাপুড়ে এসে প্রাচীর ভেঙে দুটি বড় পদ্মগোখরা সাপ ও ৪২টি সাপের বাচ্চা ও ২০টি সাপের ডিম উদ্ধার করে। এর মধ্যে একটি সাপ মেরে ফেলে।