আন্তর্জাতিক

সিরিয়ায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র-তুরস্ক ফোনালাপ, এক দিনে বিমান হামলায় নিহত ২৫

সিরিয়ায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র-তুরস্ক ফোনালাপ, এক দিনে বিমান হামলায় নিহত ২৫সিরিয়ায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র-তুরস্ক ফোনালাপ, এক দিনে বিমান হামলায় নিহত ২৫

সিরিয়ায় দ্রুত ছড়িয়ে পড়তে থাকা সংঘাত পরিস্থিতি নিয়ে গতকাল রোববার ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

একই দিন একটি যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পক্ষ থেকে সিরিয়ায় যুদ্ধ উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয়েছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্লিঙ্কেনের ফোনালাপের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে বলেন, ‘আলেপ্পো ও অন্যত্র বেসামরিক মানুষের জীবন ও অবকাঠামোর সুরক্ষা এবং উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তা নিয়ে’ ব্লিঙ্কেন টেলিফোনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদানের সঙ্গে আলোচনা করেছেন।

সিরিয়ার বিদ্রোহী ও তুরস্ক–সমর্থিত তাদের মিত্ররা সম্প্রতি দেশটির সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে। তারা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর কাছ থেকে দেশের দ্বিতীয় বৃহৎ নগর আলেপ্পোর নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে।

সিরিয়া অঞ্চল আরও অস্থিতিশীল করে তুলতে পারে, এমন কোনো পরিস্থিতি তৈরির বিরুদ্ধে আঙ্কারা অবস্থান নেবে বলে ফিদান ব্লিঙ্কেনকে জানিয়েছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সিরিয়ায় শান্তি নিশ্চিত করতে দেশটির সরকার ও বিরোধীদের মধ্যে একটি রাজনৈতিক প্রক্রিয়া চূড়ান্ত হওয়া উচিত বলেও জানিয়েছেন ফিদান।

ফিদান জোর দিয়ে বলেন, আঙ্কারা কখনোই তুরস্ক কিংবা সিরিয়ার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম হতে দেবে না।

সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণ শুরু হয় গত বুধবার। ওই দিনই ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে।

সিরিয়ায় নতুন করে সংঘাত শুরু হওয়ার পর সেখানে চার শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়া যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি প্রতিষ্ঠান। নিহত ব্যক্তিদের বেশির ভাগই যোদ্ধা।

ব্লিঙ্কেন ও ফিদান ‘গাজার মানবিক পরিস্থিতি ও এই যুদ্ধ শেষ করার প্রয়োজনীয়তা’ নিয়েও আলাপ করেছেন বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়েও দুই নেতা আলাপ করেছেন।

সিরিয়ার উত্তর–পশ্চিমাঞ্চলে বিমান হামলা

সিরিয়ায় বিদ্রোহীদের হামলার পর আসাদ সরকারের পক্ষে সেখানে বিমান হামলা চালাচ্ছে তাঁর মিত্র রাশিয়া। গতকাল দেশটির উত্তর–পশ্চিমাঞ্চলে সিরিয়ার সরকারি বাহিনী ও রাশিয়ার বিমান হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হেলমেট। আজ সোমবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে সংস্থাটি এ তথ্য জানায়। সিরিয়ার বিরোধী দল পরিচালিত হোয়াইট হেলমেট সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে।

Leave a Reply