অধ্যক্ষ-উপাধ্যক্ষের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠায় ছুটি ঘোষণা করতে হয়েছে ঐতিহ্যাবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা সিটি কলেজে।
সোমবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে ধানমণ্ডি ২ নং রোডের সামনে অবস্থান নেন কলেজের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বিরুদ্ধে নানা স্লোগান দেন।
শিক্ষার্থীদের দাবি, কলেজের অধ্যক্ষ কাজী মোহাম্মদ নিয়ামুল হক এবং উপাধ্যক্ষ মো. মোখলেছুর রহমান বিধি বহির্ভূতভাবে কলেজে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। ব্যক্তিগত স্বার্থের জন্য কলেজকে ব্যবহার করছেন।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।