শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় ঢাকা মহানগরীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে বিসমিল্লাহ ষ্টোর সরকার কর্তৃক নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে ডিম বিক্রি করছে মর্মে তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল জব্বার মন্ডল।
অভিযানে সরকার কর্তৃক নির্ধারিত খুচরা বিক্রয় মূল্য ১১ টাকা ৮৭ পয়সা এর পরিবর্তে ১৩ টাকা ৩৩ পয়সায় প্রতিটি ডিম বিক্রয়ের প্রমাণ পাওয়া যায় এবং ভবিষ্যতে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে ডিম বিক্রি করবেন মর্মে অঙ্গীকার করায় সতর্কতামূলকভাবে উক্ত প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। উল্লেখ্য, উক্ত প্রতিষ্ঠানের তথ্যের ভিত্তিতে আদাবর থানাধীন বাইতুল আমান হাউসিং এলাকায় Albania International নামক ডিম সরবরাহকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। ডিম ক্রয়ে পাকা ক্যাশমেমো সংরক্ষণ না করা, ডিম বিক্রয়ের ক্যাশমেমোতে কার্বন কপি না থাকা, সরকার কর্তৃক নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে ডিম বিক্রি করা ইত্যাদি অপরাধের জন্য উক্ত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে মোহাম্মদপুর থানা পুলিশ ও আদাবর থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।