ইসরায়েলের হামলার আতঙ্কের মধ্যেই সৌদি সফরে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বুধবার (৯ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে হওয়া বৈঠকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ। সংবাদ সংস্থাটি জানায়, আলোচনায় গুরুত্ব পেয়েছে লেবানন ও গাজায় যুদ্ধবিরতি কার্যকরে দুই পক্ষের প্রচেষ্টার ইস্যুটি।
এর আগে, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে বৈঠক হয় আব্বাস আরাগচির। উপসাগরীয় দেশগুলো সফরের অংশ হিসেবে সৌদি আরবে গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সৌদি থেকে পরে কাতারে যান তিনি।