বিনোদন

অভিনেত্রীর গোপনে বিয়ের খবর ফাঁস

ওপার বাংলার অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। শোবিজের পরিচিত এই মুখ ক্যারিয়ার শুরু করেন ‘খেলাঘর’ ধারাবাহিকের মাধ্যমে। পূর্ণার চরিত্রে অভিনয় তাকে পরিচিতি এনে দেয়।

পরে স্বীকৃতি ‘খেলাঘর’ ধারাবাহিকের মৌ-এর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা যায় ‘আলোর কোলে’ ধারাবাহিকের আলোর চরিত্রে।

স্বীকৃতি মজুমদার সামাজিক মাধ্যমেও বেশ সরব। সময় পেলেই দেশে-বিদেশে ঘুরে বেড়াতে দেখা যায় এই সুন্দরীকে। অনেকটা গোপনে বিয়ে সেরে ফেললেন স্বীকৃতি। তবে বাঙালি নয়, অবাঙালি মতে বিয়ে হলো তার।

ধারণা করা হচ্ছে, স্বীকৃতি বিয়ে করেছেন সম্ভবত এ বছরের সেপ্টেম্বর মাসে। বিষয়টি কাউকেই জানতে দেননি তিনি। স্বীকৃতির স্বামী অভিনেতা নন। তার নাম রাহুল। বিয়ের দিন সাদা শাড়ি, সঙ্গে ভারি গয়নায় সেজেছিলেন স্বীকৃতি। তবে বাঙালির বিয়ের মুকুট ও গাছকৌটো ছিল তার হাতে।

বিয়ের অনুষ্ঠানে অভিনেত্রীর স্বামীর রং মিলান্তি করে সাদা শেরওয়ানিতে সাজেন। অন্যদিকে প্রীতিভোজের দিন ফিউশন পোশাকে দেখা গেল দু’জনকেই।

প্রকাশ্যে আসা ভিডিওতে ইন্ডাস্ট্রির কাউকে উপস্থিত দেখা যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত বিয়ে নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করতে দেখা যায়নি তাকে। মূলত এক ওয়েডিং ফটোগ্রাফি পেজ থেকেই খবর ফাঁস হয়।

নিউজ ডেস্ক:

Leave a Reply