এয়ার শো দেখতে গিয়ে ভারতের চেন্নাইয়ে তিন দর্শনার্থী নিহত হয়েছে। চেন্নাইয়ের ম্যারিনা সৈকতে এই এয়ার শোর আয়োজন করা হয়। নিহতদের মধ্যে একজন হিট স্ট্রোকে মারা গেছেন বলে জানান চিকিৎসকরা। বাকিদের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। হাসপাতালে ভর্তি করতে হয়েছে আগত ২৩০ জনকে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভারতের ৯২তম বিমান বাহিনী (আইএএফ) দিবস উদযাপন উপলক্ষে চেন্নাইয়ের ম্যারিনা সৈকতের কাছে আয়োজন করা হয় এয়ার শো। এতে অংশ নিতে বেলা ১১টার আগেই হাজির হতে থাকেন অনেক দর্শনার্থী।
এ সময় প্রখর রোদ থাকায় অনেকেই ভবনের ছায়ায় গাদাগাদি করে দাঁড়িয়েছিলেন। কেউ কেউ ছাতা নিয়ে দাঁড়ান প্রখর রোদেই।
আরেক সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, লাখো জনতা এয়ার শো দেখতে রাস্তাতেই দাঁড়িয়ে যান। এ জন্য লেগে যায় যানজট। কর্তৃপক্ষ বলছে, এই শোতে দর্শনার্থী ছিল প্রায় ১৬ লাখ। দর্শনার্থীর দিক থেকে এটি লিমকা বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে যাচ্ছে।
বেলা ১১টায় এই শো শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। কিন্তু সকাল ৮টার আগেই হাজারো জনতা এসে হাজির হয়। এত মানুষের জন্য পানি না দিতে পেরে পাশের পানির উৎসগুলো বন্ধ করে দেওয়া হয়। মানুষ পানিও পান করতে পারছিলেন না।
রাফালেসহ ৭২টি বিমান প্রদর্শন করেছে। এ ছাড়া ছিল দেশীয়ভাবে তৈরি অত্যাধুনিক লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজস, লাইট কমব্যাট হেলিকপ্টার প্রচন্ড এবং হেরিটেজ বিমান ডাকোটা।