এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিওসহ যে কোন তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
খেলাধুলা

রিয়ালে আর্জেন্টাইন তরুণ মাস্তানতুয়োনো

রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন আর্জেন্টিনার তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ১৭ বছর বয়সী এই আক্রমণাত্মক মিডফিল্ডার রিভার প্লেট থেকে ৬৩.২ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফার ফিতে রিয়ালে পাড়ি দিচ্ছেন। এই চুক্তি ২০২৫ সালের ১৪ আগস্ট তার ১৮তম জন্মদিনে কার্যকর হবে।

মাস্তানতুয়োনো রিভার প্লেটের হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করবেন, এরপর রিয়ালে যোগ দেবেন।

রিয়াল মাদ্রিদে সঙ্গে চুক্তি করতে পেরে উচ্ছ্বসিত মাস্তানতুয়োনো। তিনি বলেছেন, ‘রিয়াল মাদ্রিদে খেলা আমার স্বপ্ন ছিল। এখন সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে, আমি দলে যোগ দিতে মুখিয়ে আছি।’

এই চুক্তি রিভার প্লেটের ইতিহাসে সবচেয়ে বড় ট্রান্সফার ফি। রিয়াল মাদ্রিদ এই চুক্তির মাধ্যমে আর্জেন্টিনার ফুটবল প্রতিভাদের প্রতি তাদের আগ্রহ এবং বিনিয়োগের প্রতিফলন ঘটিয়েছে।

ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো: পরিচিতি

পজিশন: আক্রমণাত্মক মিডফিল্ডার।

জাতীয়তা: আর্জেন্টিনার নাগরিকত্বের পাশাপাশি ইতালিয়ান পাসপোর্টও রয়েছে।

উত্থান: রিভার প্লেটের যুব একাডেমি থেকে উঠে এসে ২০২৪ সালে প্রথম দলে অভিষেক করেন।

বিশেষত্ব: সুন্দর ড্রিবলিং, মিডফিল্ডে নিয়ন্ত্রণ এবং ফ্রি-কিকে দক্ষতা।

আন্তর্জাতিক অভিষেক: ২০২৫ সালের জুনে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে আর্জেন্টিনার হয়ে অভিষেক করেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply